খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নিচ্ছেন বিপ্রজিৎ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : ন্যাশনাল প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন শিলচরের বিপ্রজিৎ দেব। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে হেরে যায় তিনি। গত ২৮ নভেম্বর তথা শুক্রবার ইন্দরের অভয় প্রসালে আয়োজিত আসনে পিক কোয়াটার ফাইনাল ম্যাচে উত্তর প্রদেশের দেবেশ কুমার শ্রীবাস্তবকে পরাজিত করেন।

শেষ আটে হরিয়ানার জগন্নাথ মুখার্জির কাছে ৩-১ ব্যবধানে হেরে যান। হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোতে পারায় আগামী বছরের খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেছেন শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তথা অম্বিকাপট্টির বিশ্বজিৎ দেব ও মিতালী দেবের একমাত্র পুত্র বিপ্রজিৎ দেব।

খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নিচ্ছেন বিপ্রজিৎ

Author

Spread the News