গুজরাট ও মুম্বইয়ে হিংসা, গ্রেফতার ২১

২২ জানুয়ারি : সোমবার রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধ্যার রামমন্দিরে। দেশ জুড়ে যেন উৎসবের আবহ। কান পাতলেই সর্বত্র শোনা যাচ্ছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। আর সেই সময়ই রামের শোভাযাত্রায় পড়ল পাথর। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujrat) মেহসানায়। এদিন সেখানে রামের নামে একটি শোভাযাত্রা বেরিয়ে ছিল। সেই শোভাযাত্রার ওপর পাথর ছোড়ার অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় পুলিশে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় মোতায়েন করা  হয় বিরাট পুলিশ বাহিনী। এমনকী উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ছুড়তে হয় পুলিশকে। এই হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও একটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে মুম্বইতে। জানা গিয়েছে, মুম্বই লাগোয়া থানে জেলার মীরা রোডে রামের পতাকা লাগানো একটি গাড়ির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সেখানে বাজি ফাটানো হয়। সেই সময় স্থানীয়রা লাঠি নিয়ে চড়াও হয় ‘রামভক্তদের’ ওপর। সেখানে হামলা চালানো হয় গাড়ির ওপর।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News