নিয়াইরগ্রাম-বাগপুর ও দিদারখুশ জিপিতে আরুণোদয় প্রকল্প নিয়ে গ্রামসভা

বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : অরুণেদয় প্রকল্প নিয়ে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হল সেনাইয়ের নিয়াইরগ্রাম বাগপুর জিপি ও পালংঘাট উন্নয়ন খণ্ডে দিদারখুশ জিপিতে। শুক্রবার নিয়াইরগ্রাম-বাগপুর জিপি সভাপতি রুস্তানা বেগম লস্করের পৌরহিত্যে গ্রামসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে জিপি সভাপতির প্রতিনিধি মাহমুদ হোসেন (মাখন) লস্কর বলেন, অসম সরকার বিধবা, ডিভোর্স মহিলা ও অসহায় লোকদের আর্থিক সহায়তা প্রদানে দ্বিতীয় পর্যায়ে অরুণোদয় প্রকল্প শুরু করেছে। তাই সরকারের গাইডলাইন অনুযায়ী হিতাধিকারী বাছাই করতে সরকারি তরফে বলা হয়েছে। তাই জিপির প্রকৃত অসহায় লোকদের অরুণেদয়ে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এছাড়া অরুণোদয়ের বিভিন্ন নিয়মাবলী উপস্থিত জনগণের সামনে তোলে ধরে বক্তব্য রাখেন জিপি সচিব মেহরাব হোসেন, জিপির উপ সভাপতি বাহারুল ইসলাম, বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা।

নিয়াইরগ্রাম-বাগপুর ও দিদারখুশ জিপিতে আরুণোদয় প্রকল্প নিয়ে গ্রামসভা
দিদারখুশে গ্রামসভার এক মূহুর্ত।

এ দিন,  বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়  পালংঘাট উন্নয়ন খণ্ডে দিদারখুশ জিপিতেও। অরুণোদয় ২ প্রকল্প নিয়ে জনসাধারণকে সজাগ করতে বিশেষ গ্রামসভা পৌরোহিত্য করেন বিশিষ্ট নাগরিক নিবারণ চন্দ্র দাশ। দিদারখুশ কান্দিগ্রাম এলপি স্কুল প্রাঙ্গণে আয়োজিত গ্রামসভার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব কৃপাশঙ্কর দত্ত। তিনি দ্বিতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের গাইড লাইন স্ববিস্তারে তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন জিপি সভাপতির প্রতিনিধি নাসির উদ্দিন আহমদ, বিজেপি শক্তিকেন্দ্র প্রমুখ শঙ্কার দাশ, অনুপ দাশ প্রমুখ। এদিনের গ্রামসভায় জনসাধারণের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
প্রতিবেদক : নিপ্পু লস্কর ও দেবু দাশ, সোনাই ও ধলাই।

Author

Spread the News