সংখ্যালঘু পড়ুয়াকে সহপাঠীদের দিয়ে চড় মারানোর ভিডিও ভাইরাল, মামলা
২৭ আগস্ট : যোগী রাজ্যে এক শিক্ষিকা সংখ্যালঘু পড়ুয়াকে সহপাঠীদের দিয়ে চড় মারানোর ভিডিও ভাইরাল হতে তোলপাড় দেশ জুড়ে।
অভিযোগ, সংখ্যালঘু পড়ুয়া যেহেতু হোমওয়ার্ক করতে চায়নি তাই তাকে চড় মারার নির্দেশ দেন তৃপ্ত ত্যাগী নামে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ওই স্কুলের অধ্যক্ষ তথা শিক্ষক।
ভিডিওতে দেখা গেছে, অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা ওই পড়ুয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শিক্ষকের নির্দেশেই তাকে তার সহপাঠীরা চড়, থাপ্পড় মারে বলে অভিযোগ। এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে মামলা।
অন্যদিকে ভিডিওটি ভাইরাল হতেই এই শিক্ষিকাই বলেছিলেন, এটি তাঁর অভিপ্রায় ছিল না। ভুল স্বীকার করে নিয়েছিলেন। বলেছিলেন, তিনি প্রতিবন্ধী। তাই উঠতে পারেন না। চেয়ারে বসেই অন্য পড়ুয়াদের ছাত্রটিকে গিয়ে মারতে বলেন। কারণ সে হোমওয়ার্ক করে আসেনি। এমন একটি ছোট ঘটনাকে অযথা বড় করে দেখানো হচ্ছে।
শিক্ষিকা বললেন, তিনি একেবারেই লজ্জিত নন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এভাবেই ছাত্রদের নিয়ন্ত্রণ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শিক্ষকতা করছেন। গ্রামবাসীরা তাঁর সঙ্গে রয়েছে।