সাইভার প্রতারণার শিকার হারাণ দে, এসপির দ্বারস্থ

বরাক তরঙ্গ, ২২ মার্চ : সাইভার প্রতারণার শিকার হলেন সংবাদ সংস্থা পিএনসি-র চেয়ারম্যান হারাণ দে। হাইলাকান্দির লালার বাসিন্দা জনৈক ব্যক্তির প্রতারণা করে মোবাইল এবং টিভি রিচার্জের নামে জন্য মোট ১১০০ টাকা রিচার্জ করিয়েছেন। এনিয়ে হারাণ দে হাইলাকান্দি পুলিশের সাহায্য কামনা করেছেন। তিনি হাইলাকান্দি এসপিকে পত্র মারফৎ বিষয়টি তদন্তু করার অনুরোধ জানিয়েছেন। বিষয়টি কাছাড়ের এসপি-কেও জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন লালা হাসপাতাল রোডের জনৈক ব্যক্তি ৯ ফেব্রুয়ারি (মোবাইল 8638242420) থেকে নিজেকে তেজপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকে চক্রবর্তী হিসেবে পরিচয় দেন। এবং হারণবাবুকে তাঁর এই জিও নম্বরে ২৪৯টাকা রিচার্জ করার জন্য অনুরোধ করেছিলেন। হারাণবাবুও তা করেছিলেন । এরপর প্রতারক তাঁর এয়ারটেল টিভি (কাস্টমার আইডি 303771832) ৬০০ টাকা  এবং তার স্ত্রীর জিও নম্বরে আরও ২৪৯ টাকা রিচার্জ করতে অনুরোধ করেন। তিনি তাকে এটিও রিচার্জ করে বাধ্য হয়েছিলেন মানবিক করাণে।

আসলে হারাণবাবু প্রফেসর বিকে চক্রবর্তীর নামেও কাউকে চিনতেন না। কিন্তু ওই ব্যক্তি তাকে বিকে চক্রবর্তী বলে পরিচয় দেন এবং তিনি মাসিক ভাড়ার ভিত্তিতে “শিলচরে আমার বাড়ি ভাড়া দেওয়ার জন্য ত যোগাযোগ করেছিলেন”। তাই প্রয়োজনে সাহায্য করেছেন। কিন্তু আসল সত্য সামনে আসতেই তিনি হতবাক। কারণ প্রতারকদের স্ত্রীর নম্বরে যোগাযোগ করে তিনি জানতে পারেন ওই ব্যক্তি কোন প্রফেসর নয়, এমনকি তার নাম বিকে চক্রবর্তী নয়। তিনি লালার বাসিন্দা কল্লোল দাস নাকি। মহিলা দাবি করেন তার স্বামী একজন মানসিক রোগী। এরপর হারাণবাবু নড়েচড়ে বসেন। এবং হাইলাকান্দি জেলার এসপি সহ কাছাড়ের এসপির দ্বারাস্থ হন। এবং সাইবার অপরাধের অপরাধীকে ধরে উপযুক্ত শিক্ষা দেওয়ার অনুরোধ রাখেন।

Author

Spread the News