ভিএইচপির ধোয়ারবন্দ প্রখণ্ডের রামনবমী উৎসব উদযাপিত

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : ভিএইচপির ধোয়ারবন্দ প্রখণ্ডের উদ্যোগে লোহারবন্দ খণ্ডের নয়াগ্রামে রামনবমী উৎসব উদযাপিত হল। গত ২২ মার্চ থেকে ৩০ মার্চ সারা দেশব্যাপী রাম উৎসব পদযাপন করছে বিশ্ব হিন্দু পরিষদ। এর সঙ্গতী রেখে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার নরসিংহপুর, ধলাই, ধোয়ারবন্দ, পালংঘাট ও সোনাই মোট পাঁচটি প্রখণ্ডের অধীনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার ২৭ টি স্থানে রাম নবমী উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ধোয়ারবন্দ প্রখণ্ডের নয়াগ্রামে রাম নবমী উৎসব উদযাপন করা হয়েছে।

স্থানীয় সমাজসেবী নিতাই ভাউরির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলার জেলা প্রচারক রাজকিশোর ঘাটোয়ার। বজরং দলের শিলচর বিভাগ সংযোজক অমলেন্দু দাশ। শুরুতে কলস যাত্রা, গোমাতা পূজন ও যজ্ঞ করে ও পরে প্রদীপ প্রজ্জ্বলন এবং ভারত মাতার বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিশ্ব হিন্দু পরিষদের ধোয়ারবন্দ প্রখণ্ডের সভাপতি কার্তিক মজুমদারের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

ভিএইচপির ধোয়ারবন্দ প্রখণ্ডের রামনবমী উৎসব উদযাপিত
বক্তব্য রাখছেন অমলেন্দু দাস।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহ-সম্পাদক দেবাশিস নন্দী মজুমদার (দেবল), দুর্গা বাহিনীর সংযোজিকা প্রিয়া দেব, দুর্গা বাহিনীর লোহারবন্দ প্রখণ্ডের সংযোজিকা অঙ্কিতা চক্রবর্তী, বজরং দলের ধোয়ারবন্দ প্রখণ্ডের সংযোজক করণ দাস, ধোয়ারবন্দ প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক পঞ্চম কালোয়ার প্রমুখ। 
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News