বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল আর নেই, শোক মোদির

১২ ডিসেম্বর : প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) শিবরাজ পাতিল (Shivraj Patil)। শুক্রবার ভোরে মহারাষ্ট্রের লাতুরে তাঁর নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অনেকদিন ধরে শিবরাজ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। লাতুর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও শিবরাজ পাটিল লোকসভার অধ্যক্ষও ছিলেন।

১৯৩৫ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণকারী পাতিল লাতুরের পুর পরিষদের প্রধান হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন৷ এরপর ৭০-এর দশকের গোড়ার দিকে তিনি বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে, লাতুর লোকসভা আসন থেকে সাতবার জয়লাভ করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির রূপাতাই পাতিল নীলঙ্গেকরের কাছে হেরে যান।

কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সারাজীবন কংগ্রেস নেতা হিসেবে সক্রিয় ছিলেন। কয়েকবছর আগে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে তিনি লেখেন, “শ্রী শিবরাজ পাতিলজির মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন ৷ দীর্ঘ জনজীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার এবং লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজের কল্যাণে অবদান রাখার জন্য তিনি ছিলেন অত্যন্ত উৎসাহী। কয়েকবছর ধরে তাঁর সঙ্গে আমার অনেক আলাপ হয়েছে, যার মধ্যে সবচেয়ে সাম্প্রতিকটি হল কয়েক মাস আগে তিনি আমার বাসভবনে এসেছিলেন। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *