নিউ শিলচরের বাসুদেব নগর জমা জলে আবদ্ধ, প্রতিবাদে রাস্তায় জনগণ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জুন : কয়েক বছর থেকে নিউ শিলচর এলাকায় এক পশলা বৃষ্টি হলেই জনগণকে ভুগতে হয় সপ্তাহব্যাপী। জমা জলে আবদ্ধ থাকে বাসুদেব নগর লেনের পঁয়ত্রিশের অধিক পরিবার। এবারও তার কোন ব্যতিক্রম ঘটেনি। মরসুমের শুরু থেকেই এই সমস্যার মুখে পড়েছেন লোকগুলো। জল শুকিয়ে যাওয়ার আগেই ফের বৃষ্টি নামায় এলাকাটি জলমগ্ন। এমন পরিস্থিতির দরুন স্বাভাবিক ভাবেই লেনের বাসিন্দাদের মধ্যে পুঞ্জীভূত হয় ক্ষোভের। আর সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে শুক্রবার। এ দিন সকালে নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর-হাইলাকান্দি সড়কটি কিছু সময়ের জন্য অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেব নগর লেনের ভুক্তভোগীরা। এলাকার পুরুষ, মহিলা সহ ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে শামিল হন।
ভুক্তভোগী জনগণ জানান, চার-পাঁচ বছর থেকে বৃষ্টির মরসুমে তাঁদের গলির সঙ্গে থাকা শিলচর-হাইলাকান্দি রোডে প্রায় হাঁটু জল হয়। এরপর জল সড়ক থেকে নেমে গেলেও বাসুদেব নগর লেনে জমা হয়ে থাকে। অনেকের ঘরেও প্রবেশ করে। চারিদিকে দিনের পর দিন জমা জলে আবদ্ধ থাকতে হয় তাঁদের। এতে ভোগান্তির শেষ নেই। এ ছাড়া দীর্ঘদিন জল জমে থাকার দরুন পরিবেশও নষ্ট হয়। দেখা দেয় নানা রোগের। তাঁরা এই দুর্ভোগের কথা জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনকে কয়েকবার জানানো সত্বেও কোনও ধরনের পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। জমা জল নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়নি। অবশেষে বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সামিল হন প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ।
এ দিন বিক্ষোভে উপস্থিত ছিলেন শম্পা দে, প্রতিমা সূত্রধর, বীনা সিংহ, দীপন দেব, প্রদীপ সূত্রধর, মদন কানু, এম. বাহাদুর ছেত্রী, এসএস পাল, কমলি রবিদাস, সাবিত্রী রবিদাস, মিলি ভট্টাচার্য, কৃপেশ পাল, কার্তিক পাল সহ অন্যান্যরা।