বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিজেপির

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কাছাড় জেলা বিজেপি। আগামীকাল শুক্রবার শিলচরের ইটখোলা জেলা বিজেপি কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হবে, যা শহর পরিক্রমা করে প্রমোত্তর গোলদিঘি মলের সামনে গিয়ে সমাপ্ত হবে। সেখানে সকলেই একত্রে বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন করবেন।

বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচির কথা জানান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি জানান, শনিবার জেলা বিজেপি কার্যালয়ে বন্দেমাতরম সঙ্গীতকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। রবিবার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিহিরকান্তি সোম।

Spread the News
error: Content is protected !!