বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

বরাক তরঙ্গ, ২ জুলাই : আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস পালন করল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) কাছাড় জেলা কমিটি। সংবাদ জগতের সঙ্গে জড়িতদের মধ্যে ক্যারম ও দাবা প্রতিযোগিতা আয়োজন ও স্কুল পড়ুয়াদের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্যুইজ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে তারা।

মঙ্গলবার শিলচর ডিএসএ-র সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় ক্যারম ও দাবা। এছাড়া কল্পতরু হোটেলে ক্যুইজ প্রতিযোগিতা এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

এদিন ক্যারম পরিচালনা করেন নিতাই পাল। দাবা পরিচালনায় ছিলেন নির্মাল্য চক্রবর্তী। ওই দু’টি ইভেন্টের তত্ত্বাবধানে ছিলেন বাকসের প্রাক্তন কেন্দ্রীয় সচিব তাজ উদ্দিন। মোট ১৬ জন প্রতিযোগীকে নিয়ে ক্যারমের আসর বসে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন শুভেন্দু দাস, রানার্স হন সুব্রত দাস।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

এছাড়া সেমিফাইনালে ছিটকে যান সঞ্জীব সিং ও সেকুল ইসলাম মজুমদার। দাবায় প্রথম হয়েছেন স্বপ্ননীল ভট্টাচার্য, দ্বিতীয় হয়েছেন দেবদুলাল মালাকার। তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করেন যথাক্রমে ইকবাল বাহার লস্কর ও বাপি নাথ। মোট নয়জন প্রতিযোগীকে নিয়ে এদিন দাবার আসর বসে। উভয় ইভেন্টে সেরা দু’জনকে পুরস্কৃত করা হয়।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

এদিকে, বাকসের কেন্দ্রীয় পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচার্যের পরিচালনায় আয়োজিত ক্যুইজে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া সম্পর্কিত প্রশ্নাবলী ছাড়াও ছিল স্থানীয় খেলাধুলার ওপর বিভিন্ন প্রশ্ন। শিলচরে কখন মহিলাদের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছিল, কিংবা নেতাজি সুভাষ চন্দ্র বসু স্টেডিয়াম কোথায় অবস্থিত- এসব প্রশ্নেও বেশ বিব্রত হয়েছে অংশগ্রহণকারীরা। অর্থাৎ, স্থানীয় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আগামীতেও এ ধরনের ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে বলে বোঝা গেছে। ক্যুইজে সহযোগিতা করেন বাক্সের কেন্দ্রীয় সচিব বিশ্বনাথ হাজাম, কাছাড় বাকসের কোষাধ্যক্ষ ইকবাল বাহার লস্কর, শুভেন্দু দাশ ও শঙ্করী চৌধুরী।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

ক্যুইজে প্রথম হয়েছেন রুদ্রাশিস চক্রবর্তী ও কৃতার্থ চক্রবর্তী জুটি। দ্বিতীয় হয় সমৃদ্ধি দেব ও তানিশা চৌধুরী। তৃতীয় পুরস্কার পেয়েছে রৌনক পাটোয়া ও তাহমিদ আখতার চৌধুরী।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

এদিন আসাম ক্রীড়া সাংবাদিক সংস্থার (আসজা) অন্যতম সহসভাপতি নির্বাচিত হওয়ায় বাকসের প্রাক্তন সচিব দ্বিজেন্দ্রলাল দাসকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বার্তাজীবী সংঘের জাতীয় কমিটিতে জায়গা করে নেওয়ায় কাছাড় বাকসের সচিব অভিজিৎ ভট্টাচার্যকে এদিন সংবর্ধনা জানানো হয়।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে নানা অনুষ্ঠান বাকসের

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাছাড় বাকসের সভাপতি দেবাশিস সোম। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, বাকসের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব বিশ্বনাথ হাজাম, বার্তালিপির কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্ত প্রমুখ।

Author

Spread the News