হিন্দি দিবসে শিলচরে নানা অনুষ্ঠান বরাক সাহিত্য সমিতির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণ ভাবে হিন্দি দিবস সমারোহের আয়োজন করল বরাক হিন্দী সাহিত্য সমিতি। রবিবার স্থানীয় হিন্দি ভবনে সমিতির তরফে কবি সম্মেলন, গ্রন্থ উন্মোচন, গুণীজন সংবর্ধনা সহ মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের বরণ করেন সমিতির কর্মকর্তারা। পরে ড. সন্তোষকুমার চতুর্বেদীর লেখা ‘ফণিশ্বর নাথ রেনুর সমীক্ষা’ গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। একই সঙ্গে ড. সুজিৎ তেওয়ারির লেখা “মুলক চলো আন্দোলন” শীর্ষক গ্রন্থেরও উন্মোচন করলেন বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠান চলাকালীন হিন্দি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন বিভিন্ন বক্তারা। হিন্দির পঠন-পাঠন সহ হিন্দি ভাষার প্রচার ও প্রসারে সকলকে এগিয়ে আসার এদিন আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈধ, অবদেশ সিং, প্রদীপ কুর্মি, সুজিত তেওয়ারি, অমিতাভ রাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।