কেলারিপাইটু চ্যাম্পিয়নশিপ কাম ট্রানিং ক্যাম্প সম্পন্ন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : পঞ্চম কেলারিপাইটু চ্যাম্পিয়নশিপ কাম ট্রানিং ক্যাম্প সম্পন্ন হল। রবিবার সকাল ৯ টা থেকে শিলচর রাঙ্গিরখাড়ি হাইলাকান্দি রোডে কাছাড় জেলা কেলারিপাইটু অ্যাসোসিয়েশনের কার্যালয়ে মোট পঁয়ত্রিশ জন প্রশিক্ষণার্থী পঞ্চম কেলারিপাইটু চ্যাম্পিয়নশিপ কাম ট্রানিং ক্যাম্পে অংশগ্ৰহন করেন। এদিন উদ্বোধন করেন কাছাড় জেলা কেলারিপাইটু অ্যাসোসিয়েশনের  সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ রামজয় দাস। অংশগ্ৰহনকারী প্রশিক্ষণার্থী সবাইকে একটি করে মেডেল সহ সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং এই ৩৫ জন‌ প্রশিক্ষণার্থীরা আগামী ৫ ও ৬ এপ্রিল আয়োজিত হওয়া রাজ্য ভিত্তিক  সিনিয়র ও জুনিয়র কেলারিপাইটু প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে ও এই রাজ্য ভিত্তিক কেলারিপাইটু প্রতিযোগিতায় রানার্স ট্রফিটি জয় করে নিয়ে আসার চিন্তা রয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা উপত্যকার ইনচার্জ রামজয় দাস।

তিনি আরও বলেন, কেলারিপাইটু খেলাটির জন্ম ভারতে হয়েছিল, আজ পৃথিবীর বেশিরভাগ দেশে শরীরচর্চার ক্ষেত্রে প্রচার রয়েছে,এই খেলা শিখার মাধ্যমে ছেলে-মেয়েদের শারিরিক ও মানসিকভাবে বিকাশ ঘটে। এদিন সহযোগীতায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ দীপিকা নন্দী, হেমন্ত দাস, মানষ দেব, সুলতান আহমেদ লস্কর, পিয়া দাস লস্কর, সুব্রত সিনহা ও পিংকু নাথ প্রমুখ।

কেলারিপাইটু চ্যাম্পিয়নশিপ কাম ট্রানিং ক্যাম্প সম্পন্ন
কেলারিপাইটু চ্যাম্পিয়নশিপ কাম ট্রানিং ক্যাম্প সম্পন্ন

Author

Spread the News