স্কুলে ‘ক্যারিয়ার আকাঙ্ক্ষা ও পরামর্শদানের সচেতনতা’ ভ্যালি ভিউ-র

স্কুলে 'ক্যারিয়ার আকাঙ্ক্ষা ও পরামর্শদানের সচেতনতা' ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে কাছাড়ের চিবিটা বিচিয়া হাইস্কুল প্রাঙ্গণে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র ছাত্রছাত্রী ও শিক্ষকদের এক উজ্জীবিত সমাগম লক্ষ্য করা যায়। এই কর্মসূচির প্রধান মেন্টর ও কী-নোট বক্তা ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব লায়ন সুভাষ চৌধুরী, যিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিক ও প্রেরণা সম্পর্কে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। এটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা ছিল এবং উপস্থিত সবাই ‘ক্লাব ভ্যালি ভিউ’-এর এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন। একটি ইন্টারঅ্যাকটিভ সেশনও অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং বক্তা তার যথাযথ উত্তর প্রদান করেন।

স্কুলে 'ক্যারিয়ার আকাঙ্ক্ষা ও পরামর্শদানের সচেতনতা' ভ্যালি ভিউ-র

ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর সায়েদ আহমেদ বড়ভূইয়া ও বিবেকানন্দ রায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবজ্যোতি চৌধুরী, পন্নালাল রায়, সত্যজিৎ সিনহা, মুবাস্বির হুসেন লস্কর, গৌরী সিনহা, সুকেশ দাস, এম দীপিকা সিনহা, ডব্লিউ মেমটন সিংহ সহ অন্যান্য শিক্ষকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্কুলে 'ক্যারিয়ার আকাঙ্ক্ষা ও পরামর্শদানের সচেতনতা' ভ্যালি ভিউ-র

স্কুলের প্রাক্তন শিক্ষক বিধু ভূষণ নাথ বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা, ক্লাব ভ্যালি ভিউ-এর প্রতিনিধিবৃন্দ, বর্তমান প্রধান শিক্ষক এবং প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। এটি একটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ উদ্যোগ ছিল।

Author

Spread the News