বল্লভভাই : লালায় জেলার তৃতীয় ইউনিটি রান 

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লালা শহরে ইউনিটি রান নামক এক পদযাত্রা বের করা হয়। সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে হাইলাকান্দি জেলার তৃতীয় ইউনিটি রান নামক পদযাত্রাটি লালা শহরের মেলার মাঠ থেকে শুক্রবার শুরু হয়। এরপর পেট্রোল পাম্প সংলগ্ন বাস টার্মিনাস হয়ে পদযাত্রাটি ফের মেলার মাঠে মিলিত হয়।

শুরুতে মেলার মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পেট্রোল পাম্প সংলগ্ন বাস টার্মিনাসে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে দেশের ঐক্য সংহতি লক্ষ্যে সুদৃঢ় করার লক্ষ্যে নানা কার্যক্রম প্রদর্শন করা হয। এছাড়া এই উপলক্ষে এসএইচজি সংগঠনগুলির উৎপাদিত সামগ্রীর একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয় লালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *