গ্র্যামি অ্যাওয়ার্ড ভারতের চার সঙ্গীতশিল্পীর, রয়েছেন উস্তাদ জাকির হুসেনও
৫ ফেব্রুয়ারি : গ্র্যামির মঞ্চে ভারতের চার সঙ্গীতশিল্পীর জয়জয়কার। আন্তর্জাতিক ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত করা হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র (Shakti) গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ (This Moment)।
এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছেন ভারতের চার প্রথিতযশা সঙ্গীতশিল্পী। বিশ্বের সবচেয়ে সম্মানিত মিউজিক অ্যাওয়ার্ড হিসাবে পরিচিত গ্র্যামি অ্যাওয়ার্ড। উস্তাদ জাকির হুসেন (Zakir Hussain) থেকে শুরু করে শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), গণেশ রাজাগোপালন, জন ম্যাকলাফলিন ও ভি সেলভাগণেশ এই ব্যান্ডের সদস্য। এঁদের সঙ্গে বিজয়ীর তালিকায় নিজের নাম তুলেছেন বংশী বাদক রাকেশ চৌরাসিয়া। রবিবারই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। খবর সামনে আসতেই ভারত জুড়ে শুরু হয়েছে উল্লাস।
এদিকে ফের বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করলেন তবলা মায়েস্ত্রো। এই নিয়ে উস্তাদ জাকির হুসেন তিনটি সম্মান পেলেন। তাঁর সৃষ্টি “পশস্তো”র জন্য “বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স” বিভাগে পুরস্কার জিতেছেন উস্তাদ। তবে ‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসাবে বিজয়ী হওয়ার পাশাপাশি সোমবার গ্র্যামির মঞ্চে দ্বিতীয়বার পুরস্কৃত হলেন উস্তাদ জাকির হুসেন। জাকিরের সৃষ্টি ‘পাশতো’ গ্র্যামির মঞ্চে পুরস্কার পায়। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কার পায় ‘পাশতো’। একই সম্মানের অধিকারী গায়ক শঙ্কর মহাদেবন, দলের অন্য দুই সদস্য রাজা গোপালন, ভি সেলভাগণেশ। এদিন তাঁদের হাতে গ্র্যামি তুলে দিয়ে আনন্দিত পুরস্কার উদ্যোক্তারাও। তাঁরা জানিয়েছেন, উস্তাদ তবলিয়া শুধুই নিজের দেশ নয়, সারা বিশ্বকেএকই সুর ও ছন্দে বেঁধে রেখেছেন। ২০২৩ সালের ৩০ জুন শক্তি ব্যান্ডের ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে।
এদিন জাকির হোসেনের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। রাকেশও দু’টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামী কৌতুকশিল্পী ট্রেভর নোয়া। চতুর্থ বার গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে।