১১ জানুয়ারি : শনিবার, আকাশপথে অন্তত ৩৫টি নিশানা লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে আমেরিকা। সিরিয়ায় ইসলামিক স্টেটসের বিরুদ্ধে এই মার্কিন হামলা, সর্বভারতীয় এবং একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।
সূত্রের খবর, আইএসআইএস হামলায় সার্জেন্ট এডগার ব্রায়ান টরেস-টোভার, সার্জেন্ট উইলিয়াম নাথানিয়েল হাওয়ার্ড এবং আয়াদ মনসুর সাকাতের মৃত্যুর প্রতিশোধমূলক এই হামলা। অর্থাৎ সিরিয়ায় দুই মার্কিন সেনা এবং একজন আমেরিকান বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর সিরিয়ায় ইসলামিক স্টেটসের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে শনিবার।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এই হামলার কথা জানিয়েছেন। তাঁর মতে, এই হামলাগুলি স্থানীয় সময় দুপুর ১২:৩০ টার দিকে চালানো হয়। সিরিয়া জুড়ে ইসলামিক স্টেটের একাধিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, এই হামলা প্রসঙ্গে তাঁরা আদতে কোন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেই প্রসঙ্গেও। বলেন, ‘আমাদের বার্তা সাফ: যদি আপনি আমাদের যুদ্ধযোদ্ধাদের ক্ষতি করেন, তাহলে আমরা আপনাকে খুঁজে বের করব এবং বিশ্বের যেকোনও স্থানে হত্যা করব, আপনি যতই ন্যায়বিচার এড়াতে চেষ্টা করুন না কেন।’



