‘নিউজ বুলেটিন’ এর আবরণ উন্মোচন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : শিলচর রাধামাধব কলেজের নিউজ বুলেটিন ২০২২-২৩ এর উন্মোচন করা হল। সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নিউজ বুলেটিনের উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ দেবাশিস রায়, উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী। 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ‍্যক্ষ দেবাশিস রায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নিউজ বুলেটিনের উদ্দেশ্য কলেজের অ্যাকাডেমিক ও অন্যান্য উন্নয়নমূলক কাজের পরিচ্ছন্নতা তুলে ধরা। এ বছর নানা কারণে নিউজ বুলেটিন প্রকাশে সামান্য দেরি হয়েছে। তবে কলেজের কাজকর্মকে নানান দিকে খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী বলেন, এই নিউজ বুলেটিন হাতে নিলেই কলেজ সম্পর্কে একটি সার্বিক ধারণা পাওয়া যাবে। এদিকে আইকিউএসি-র কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী নিজ বক্তব্যে বলেন, আর কিছু দিনের মধ্যেই কলেজে ন্যাক এর পর্য্যালোচনা হবে। স্বাভাবিকভাবেই এমন সময় নিউজ বুলেটিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র সহকারী কো-অর্ডিনেটর অরুণাভ ভট্টাচার্য, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রুমা নাথ চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কালীপদ দাশ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিধান বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন নিউজ বুলেটিনের সম্পাদক তথা রিসার্চ অ্যান্ড পাব্লিকেশন সেলের আহ্বায়ক সূর্য্যসেন দেব । ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নম্রতা নাথ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নবনিতা দেবনাথ, মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান সি এইচ মণিকুমার সিংহ, অধ্যাপক এম সানি সিংহ, শবনম শারংসা, রূপম রায়, সুমিতা বসু প্রমুখ। 

Author

Spread the News