করিমগঞ্জে অজ্ঞাত মৃতদেহের পরিচয় মিলল, সন্দেহ খুনের

বরাক তরঙ্গ, ২৫ জুন : করিমগঞ্জে এসটিসি বাস স্ট্যান্ডের সামনে অজ্ঞাত মৃতদেহের পরিচয় মিলল। মৃতদেহটি করিমগঞ্জের লঙ্গাই এলাকার আম্বরখানার বাসিন্দা রাজেশ নমসূদ্রের। পেশায় ই-রিকশা চালক।

সোমবার রাত এগারোটা নাগাদ করিমগঞ্জ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠায়, সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় থাকায় পরিবারের লোকের সন্দেহ, তাকে কেউ না কেউ খুন করেছে। তাই তারা উপযুক্ত তদন্ত সহকারে খুনের মূল আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান।

Author

Spread the News