অধিকৃত কাশ্মীর ছাড়তে পাকিস্তানকে হুশিয়ারী রাষ্ট্রপুঞ্জে

২৩ সেপ্টেম্বর : পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারত সাফ জানাল, অধিকৃত কাশ্মীর থেকে সরে যাক পাকিস্তান। পাশাপাশি বিশ্ব জুড়ে সন্ত্রাস বন্ধ করতে পাকিস্তান যাতে পদক্ষেপ করে, সেই বার্তাও দিয়েছে ভারত। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার। এরপরই শুক্রবার কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে পাল্টা দেন ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট। তিনি স্পষ্ট বলেন, ‘‌ফের পরিষ্কার করে দিতে চাই যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। অধিকৃত কাশ্মীর ছাড়ুক পাকিস্তান। সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন চলে সেখানে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় থাকা জঙ্গিদের চরণভূমি পাকিস্তান। মুম্বই হামলার শিকার ব্যক্তিরা এখনও ন্যায়বিচার পাননি। আমরা পাকিস্তানের কাছে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানাচ্ছি।’‌

তিনি আরও বলেন, ‘‌পাকিস্তানের ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বরাবর আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগায়। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ এবং বিভিন্ন সংগঠন এই ব্যাপারে অবগত যে, নিজেদের অন্ধকার দিকটি থেকে নজর ঘোরাতেই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে এমনটা করে পাকিস্তান। সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’ প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে আনোয়ার উল হক কাকার ভারতকে খোঁচা মেরে বলেছিলেন, ‘‌কাশ্মীর সমস্যার সমাধান হলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফিরবে।’‌ তারই পাল্টা দিল ভারত।
খবর : আজকাল অনলাইন।

Author

Spread the News