রক্তদানে ‘রাষ্ট্রীয় সেবা রত্ন সন্মান’ পেলেন উদালগুড়ির দীপ
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : রক্তদানে ‘রাষ্ট্রীয় সেবা রত্ন সন্মান’ পেলেন স্মাইল সামাজিক সংস্থার সক্রিয় সংযোজক দীপ কংস বনিক। অযোধ্যা ধাম গণপতি গেস্ট হাউসে শ্রী রামকৃষ্ণ সেবা ফাউন্ডেশন এবং মেজর ধ্যানচাঁদ ক্রীড়া উদযাপন সমিতির ২১ এবং ২২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী রাষ্ট্রীয় রক্তদান মহোৎসব এবং রাষ্ট্রীয় সেবা রত্ন সন্মাননার আয়োজন করে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে রক্তবীর এবং সমাজকর্মীদের সন্মানিত করা হয়। অসমের উদালগুড়ি জেলার ‘স্মাইল’ সামাজিক সংস্থার সক্রিয় সংযোজক দীপ কংস বনিককে রাষ্ট্রীয় সেবা রত্ন সম্মাননা করা হয়। তাঁকে ফাউন্ডেশনের অধ্যাপক আকাশ গুপ্তা এবং নির্বাচিত সমিতি নির্বাচন করেছে দীপকে।