উধারবন্দ কালীবাড়িরোড সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপের কাজ শুরু

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : উধারবন্দ কালীবাড়িরোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা হল। শুক্রবার সকাল সাড়ে আটটায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ সহ কমিটির কর্মকর্তারা। পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এবারের পুজোর বিস্তারিত তুলে ধরেন তারা। বলেন, অন্যান্যবারের তুলনায় এবার সবক্ষেত্রেই নতুনত্ব থাকবে। মন্ডপ অনেক উঁচু করে নির্মাণ করা হবে। শহর শিলচর থেকে মণ্ডপ দেখতে পারবেন সবাই। মণ্ডপ ও প্রতিমার শিল্পীরা পশ্চিমবঙ্গের।এবার ঘরে বসে অনলাইনে কূপন সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানো হবে। প্রসাদ বিতরণ আগের মতই হবে। সব মিলিয়ে দর্শনার্থীদের আকর্ষিত করতে প্রয়াস জারী রেখেছে কমিটি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গণধীশানন্দ মহারাজ, কমিটির উপদেষ্টা শঙ্কর রায়, সাধারণ সম্পাদক সায়ন রায়, সহ সভাপতি প্রবীর দেব, উপদেষ্টা রবীন্দ্র চক্রবর্তী, কোষাধ্যক্ষ ধ্রুব নাগ। উপস্থিত ছিলেন সুজিত ঘোষ, গৌড়া নাগ, বিরাজ রায়, মুকুন্দ চক্রবর্তী সহ সম্পাদক অমলেন্দু পাল।

Spread the News
error: Content is protected !!