অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইটভাটারও অবদান রয়েছে : উদয়শঙ্কর

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : ইটভাটার বিভিন্ন সমস্যা নিরসনে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছে বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের এক বিবাহ ভবনে বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান কার্যকরী সভাপতি উদয়শঙ্কর গোস্বামী। তিনি জানান, এদিন কাছাড় ব্রিক্স ম্যানুফেকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী একাধিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে সংস্থার বিভিন্ন প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন সম্মেলনে সংস্থার সর্বভারতীয় সভাপতি অশোক তিওয়ারি, রাজ্য সভাপতি করুণা কলিতা, কার্যকরী সভাপতি চিতেন্দ্র শইকিয়া, সম্পাদক বিপুল মালাকার ও ত্রিপুরার রাজ্য সভাপতি পরিতোষ সাহা সহ বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস সহ উপত্যকার তিন জেলার পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইটভাটার অন্যান্য ইন্ড্রাস্টির মতো অনেক অবদান রয়েছে।সারা রাজ্যে ব্রিক্স ইন্ডাস্ট্রিতে প্রায় চার লক্ষাধিক শ্রমিক জড়িত রয়েছেন। এছাড়া ইটভাটা থেকে সরকার অনেক রাজস্ব আদায় করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে ইটভাটা বন্ধ থাকায় মালিকদের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। শ্রমিকরাও বেকার হয়ে পড়েন।  যদিও ব্রিক্স ইন্ডাস্ট্রি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য লাভ করেনি। তিনি বলেন, অন্যদিকে জিগজাগ, হাইব্রিড হফম্যান ও টানেল পদ্ধতিতেও ইট উৎপাদনের কথা বলা হচ্ছে যদিও এ অঞ্চলে এ পদ্ধতিতে ইট উৎপাদনকারী ভাটা সংখ্যা খুবই কম। বিশেষ করে বিদ্যুৎ এবং বন্যার জন্য জিগজাগ হাইব্রিড হফম্যান ও টানেল পদ্ধতিতে ইট উৎপাদন করতে সমস্যা রয়েছে।

তিনি জানান, বরাক উপত্যকার মধ্যে কাছাড় জেলায় ১১০ টি, হাইলাকান্দি ৩৫, এবং করিমগঞ্জ ৪৫ টি ইটভাটা রয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সংস্থার সর্বভারতীয় সভাপতি অশোক তিওয়ারি, রাজ্য সভাপতি করুণা কলিতা, বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস বক্তব্যে ইটভাটার সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য ও হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News