উবাদিয়ার মন্তব্যের সমর্থন করে চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের দিলীপের সতর্কবার্তা
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বরাক উপত্যকাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টাকারীদের সতর্ক করেছে রাষ্ট্রভাষা চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ শিলচর। ফোরামের প্রধান আহ্বায়ক দিলীপ কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কিছু লোক অসম থেকে বরাক উপত্যকাকে আলাদা করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। চা জনগোষ্ঠীর জনগণ এই প্রচেষ্টাকে কোনও মূল্যে সফল হতে দেবে না। তিনি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন শিলচরের সভাপতি ঈশ্বরভাই উভাদিয়ার বক্তব্যকে সমর্থন করে বলেছেন, চা বাগানের জমি দখলের কাজ চলছে, তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বরাক উপত্যকার অনেক চা বাগানের বেশিরভাগ জমি দখল করে আছে। উদাহরণ হিসেবে তিনি করিমগঞ্জ জেলার চরগোলা চা বাগান, বুবরিঘাট চা বাগান, হাইলাকান্দির মোনাছড়া চা বাগান, সরসপুর চা বাগান, চণ্ডীপুর চা বাগান ও কাছাড়ের হাতিছড়া চা বাগানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, উবাদিয়ার কথায় বরাক উপত্যকায় বাংলাদেশিদের সমর্থকরা কষ্ট পাচ্ছে। এখানে ভারতীয় খানা আর বাংলাদেশি গান চলবে না। তিনি বলেন, প্রয়োজনে চা জনগোষ্ঠীর মানুষ এ ইস্যুতে রাজপথে নামতে পিছপা হবে না।