সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় হত দুই মহিলা
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : সাতসকালে দরংয়ের পিপরা দোকানের কাছে শাকতলায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া দুই মহিলাকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মহিলার মৃত্যু হয় এবং অপর একজন মঙ্গলদৈ সিভিল হাসপাতালে গুরুতর অবস্থায় মারা যায়। নিহতরা হলেন- রিনা বরুয়া ও জাহ্নু বরুয়া। পাতালচিং পাড়ার দুই নারী বলে জানা যায়।