পরকীয়া সন্দেহ, স্ত্রীর দুই হাত কেটে ফেললো স্বামী
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : পরকীয়া লিপ্ত সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড স্বামীর। এমন সন্দেহে স্ত্রী দু’টি হাত কেটে ফেললো স্বামী। আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল নিয়ে গেলে গৃহবধূকে গৌহাটি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। ওই গ্রামের রফিক উদ্দিন নামে এক যুবক প্রেম করে রুবি বেগম নামের যুবতীকে প্রায় ছয় বছর আগে বিয়ে করেছিলেন। রুবির বাপের বাড়ি পাশের গ্রাম রাজনগরে। বিয়ের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া-আসা করত রফিক। স্ত্রী পরকীয়া লিপ্ত সন্দেহ বেঙ্গালুরু থেকে ফিরলেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। এর মধ্যেও গত ছয় বছরে তিনটি সন্তানের মা হন রুবি। কাজের সূত্রে গত দুই তিন বছর থেকে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকতো সে। সে ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়া লিপ্ত থাকেন এমন সন্দেহ রফিকের। এক সময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে আসেন। গত মাস চারেক আগে এক সালিশ সভার মাধ্যমে বিষয় নিষ্পত্তি করে স্বামীর গৃহে ফিরেন তিনি। তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে নিয়ে রেখে আবারও বেঙ্গালুরুতে চলে যায় রফিক। গত মাস দেড়েক আগে ফিরে আসে সে। আবারো স্ত্রী পরকীয় লিপ্ত রয়েছে অভিযোগে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হয় রফিক।
বৃহস্পতিবার ফের কোন এক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাদে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কব্জির উপরে রুবির দুই হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক। রফিক পালিয়ে যাওয়ার পর সন্তানসহ মায়ের কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে রয়েছেন রুবি। অজ্ঞান হয়ে পড়েন রুবি। প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দেন। বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গৌহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতেই গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।