চুরাইবাড়িতে কন্টেনার গাড়ি থেকে উদ্ধার ফেন্সিডিল, ধৃত দুই
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : করিমগঞ্জের চুরাইবাড়িতে অসম পুলিশের নেশা বিরুদ্ধ অভিযান অব্যহত রয়েছে। কন্টেনার লরি থেকে প্রায় কোটি টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার করল চোরাইবাড়ি পুলিশ। পাশাপাশি পাচার কাণ্ডে জড়িত থাকায় লরি চালক ও সহচালকে আটক করেছে পুলিশে।
জানা গেছে, মঙ্গলবার চুরাইবাড়িতে অসম পুলিশ চেকিং পয়েন্টে একটি কন্টেনার লরি কর্তব্য পুলিশ কর্মীরা তল্লাশি করে ১৯৩ কার্টুন থেকে মোট ৯৭০০ বোতল উদ্ধার করেন। একই সঙ্গে আটক করা হয় গাড়ি চালক ও সহচালককে। এ মর্মে চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, বিভিন্ন সামগ্রী বোঝাই করে অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশের মুখে চোরাইবাড়ি চেক গেটে লরিটি পৌছালে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিতে ভিন্ন সামগ্রীর আড়াল থেকে কফ সিরাফ ফেন্সিডিল উদ্ধার হয়। যার কালোবাজার মূল্য এক কোটি টাকার মত হবে বলে জানান। এ কাণ্ডে গাড়ি চালক সদানন্দ রায় ও সহচালক সঞ্জয় রায়কে আটক করা হয়েছে। তাদের বাড়ি পাশ্চিমবঙ্গে।