পূর্ব ধলাইয়ে বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের মৃত্যু, আহত ২

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ২ মে : বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের মৃত্যু, আহত হলেন অন্য দুই কিশোর। বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হল পূর্ব ধলাইর গঙ্গানগর তৃতীয় খণ্ড (বুরুঙ্গাবস্তি) গ্রামে। এদিন দুপুর একটা নাগাদ বৃষ্টির সঙ্গে ব্রজপাত ঘটলে, বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা অন্য দুই কিশোর বজ্রপাতের ফলে গুরুতর আহত হয়েছে।

পূর্ব ধলাইয়ে বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের মৃত্যু, আহত ২

জানা যায়, গঙ্গানগর তৃতীয় খণ্ড গ্রামের আজিজুর রহমানের ছেলে দিলবার হোসেন (১৭), মতিবুর রহমানের ছেলে রিয়াবুল হোসেন (১৬), আতাবুর রহমানের ছেলে নেকবুল হোসেন (১৪) ও নিজাম উদ্দিনের ছেলে ফারুক আহমেদ (১৪) বাড়ির পাশে ফিসারির পারে থাকা একটি টিনের চাউনিতে বসে ছিলেন। আর এসময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে আকাশ থেকে এই টিনের চাউনিতে বজ্রপাত ঘটে। এতে বর্জপাতে ঘটনাস্থল দিলবার ও রিয়াবুলের মৃত্যু ঘটে। তাঁরা দু’জন সম্পর্কে তুতো ভাই।

এদিকে, বজ্রপাতে গুরুতর আহত হন নেকবুল হোসেন ও ফারুক আহমেদ। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে  শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া মৃত্যু হওয়া দুই কিশোরকে কচুদরম পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু খবর পেয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাৎক্ষণিক ভাবে পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস ও বিজেপির ওবিসি মোর্চার কাছাড় জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথকে ঘটনাস্থল ডেকে পাঠান। 

Author

Spread the News