বার্মিজ সুপারি বোঝাই দু’টি ট্যাঙ্কর আটক লক্ষীপুরে

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : বার্মিজ সুপারি পাচারের রুট বদল করেও মিলল না রেহাই। পুলিশ পিছু ধাওয়া করে দু’টি স্থান থেকে দু’টি ট্যাঙ্কার আটক করে।

এবার মায়ানমার থেকে মণিপুর জিরিবাম হয়ে কাছাড় জেলার মধ্য দিয়ে পাচার হচ্ছে। এতে সোমবার দু’টি তেলের ট‍্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি লক্ষীপুর এলাকায় ধরা পড়ল।

সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার নুমুল মাহাতো বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে বসে সাংবাদিকদের জানান এএস ১৬ এসি ২১২৮ এবং এএস ১৬ এসি ২১২৯ নম্বরের দুটি ভারত পেট্রলিয়ামের তেলের ট‍্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। দুটি ট‍্যাঙ্কার ভর্তি বার্মিজ সুপারি আসছে মায়ানমার থেকে মনিপুর হয়ে দুপুরে কাছাড় জেলায় ঢুকলে জিরিঘাট পুলিশ ৩৭ নম্বর জাতীয় সড়কে দুটি ট‍্যাঙ্কার থামানোর চেষ্টা করে, কিন্তু চালকরা গাড়ি থামায়নি। জিরিঘাট পুলিশ লক্ষীপুর থানায় খবরটি জানায়।

বার্মিজ সুপারি বোঝাই দু'টি ট্যাঙ্কর আটক লক্ষীপুরে

লক্ষীপুর পুলিশ দ্রুত ফুলেরতল বাইপাসে গিয়ে একটি ট‍্যাঙ্কার আটকাতে সক্ষম হয়। অন‍্যটি পালিয়ে পয়লাপুল হয়ে জয়পুর সড়কে চলে যায়। জানানো হয় জয়পুর থানায়, সেই ট‍্যাঙ্কার আটক করতে সক্ষম হয় জয়পুর পুলিশ। তবে দুটি গাড়ির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়। আটক করার পর বার্মিজ সুপারি ভর্তি দুটি গাড়ি নিয়ে আসা হয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে। এখানে পুলিশ সুপারের উপস্থিতিতে কাটার দিয়ে কেটে তেলের ট‍্যাঙ্কার থেকে বের করা হয় বার্মিজ সুপারি। অবৈধ পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব‍্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহাতো। এই পাচার চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News