চুরাইবাড়িতে তিন কোটি টাকার গাঁজা উদ্ধার, আটক দুই পাচারকারী

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : এবার রাবার বোঝাই লরি থেকে উদ্ধার হল গাঁজা। ত্রিপুরা থে‌কে অসম হয়ে হ‌রিয়ানায় পাচা‌রের প‌থে মঙ্গলবার করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়ার থানা অধীন চুরাইবা‌ড়ি‌ ওয়াচ পোস্ট পুলিশের তল্লাশিতে বারো চাকার একটি লরিতে থাকা রবারের বস্তার আড়া‌ল থেকে তিন কো‌টি টাকার গাঁজা উদ্ধার করে চুরাইবাড়ি পুলিশ। পাশাপাশি এ কাণ্ডে জড়িত থাকায় দুই পাচারকারীকে আটক হয়। অন্যান্য দিনের মতো এদিন আগরতলা থেকে অসম হয়ে হ‌রিয়ানা ‌পাচা‌রের প‌থে রবা‌রের বস্তার আড়া‌ল থেকে প্রায় তিন কো‌টি টাকার গাঁজা বোঝই বা‌রো চাকার ল‌রি ধরা পড়ল অস‌মের ক‌রিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানা‌ অধীন চুরাইবা‌ড়ি ওয়াচ পোস্ট পু‌লি‌শের হা‌তে। এ কা‌ণ্ডে ল‌রি চালক ও সহ চালক‌কেও আটক ক‌রেছে পু‌লিশ।

জানা গে‌ছে, মঙ্গলবার বিকাল আড়াই‌টে নাগাদ ত্রিপুরার আতরতলা থে‌কে পি‌বি ৬৫ এ‌ভি ৭৪৯৬ নম্ব‌রের এক‌টি রবার সিট বোঝাই ল‌রি অসম সীমান্তের প্রবেশধার চুরাইবা‌ড়ি পুলিশের নাক চেকিং পয়েন্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে রবার ভ‌র্তি ‌চার`শ উনচ‌ল্লিশ বস্তার ভেতর ১৩১৭ কে‌জি গাঁজা বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজারী মূল‌্য প্রায় তিন কো‌টি টাকার মত হ‌বে বলে জানা গেছে। এ‌তে আটক করা হয় ল‌রি চা‌লক ও সহ চালক‌কে। তা‌দের নাম যথাক্রমে বলবীর সিং ও বিজয় কুমার। ধৃতদের বা‌ড়ি পঞ্জা‌বে। পরে পুলিশ ধৃত‌দের বিরু‌দ্ধে সুনির্দিষ্ট এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ। ধৃতদের থানায় আট‌কে ‌রে‌খে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জিজ্ঞেসাবাদ শেষে বুধবার করিমগঞ্জ জেলা সিজিএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লি‌শি সূ‌ত্রে জানা গে‌ছে।

Author

Spread the News