বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে চাই হল দু’টি দোকান ঘর। ঘটনাটি ঘটেছে সোনাই থানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে। বুধবার গভীর রাতে আচমকা দাউ দাউ করে আগুনের লেলিহানে খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিকরা। এতে অগ্নিনির্বাপকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে পুড়ে ছাই হয়ে কাপড়-চপ্পল ও গ্রোসারির দুটি দোকান। এতে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গ্রোসারি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হোসেন লস্কর।
তিনি জানান, পাশাপাশি তাঁরা দুই ভাইয়ের দোকান রয়েছে। ভাইয়ের কাপড়-চপ্পলের দোকান রয়েছে। বর্তমানে পা ভাঙা অবস্থায় বাড়িতে অচল রয়েছেন তিনি। কিন্তু গভীর রাতে আচমকা আগুনে তাদের সব শেষ করে দিয়েছে। ক্ষতিপূরণ প্রদান করতে প্রশাসনের কাছে দাবি জানান তিনি। এছাড়া স্থানীয় নাগরিক মেরাব আলি লস্কর, রেবুল হোসেন লস্কর সহ অন্যান্যরা ক্ষতিপূরণের দাবি তুলেন।



