রংপুরে কন্টেনার থেকে কফ সিরাপ উদ্ধার, আটক দুই
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : শিলচর রংপুরে লরি থাকা তেলের ডাম থেকে ২১ হাজার ৬০০ কফ সিরাপ বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। পাশাপাশি দু’জনকে আটক করা হয়। বৃহস্পতিবার কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো সাংবাদিক সম্মেলন করে জানান, কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর রংপুর থেকে ডব্লুবি ২৯ বি ১৯৯৬ নম্বরের একটি কন্টেনার গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা তেলের ডাম থেকে ২১ হাজার ৬০০ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত বাপ্পি হালদার ও তাপস বিশ্বাস নামের দুই যুবককে আটক করা হয়।
বাজেয়াপ্ত করা কফ সিরাপের বাজার মূল্য ২ কোটি ১৬ লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার। তিনি আরও জানান, এই নিষিদ্ধ কফ সিরাপ বরাক উপত্যকার মধ্য দিয়ে ত্রিপুরা যুগে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।