সোনাবাড়িঘাটের দু’টি স্কুলের আশানুরূপ ফলাফল, হলি লাইফে ১০০ শতাংশ

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মাধ্যমিক পরীক্ষায় সোনাবাড়িঘাটের সরকারি ও বেসরকারি দু’টি স্কুলের আশানুরূপ ফলাফল হল। ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি ও মালিকানাবিহীন বেসরকারি স্কুল হলি লাইফ এর সাফল্যে এলাকার সুনাম বৃদ্ধি করেছে। ময়ীনুল হকে ৯২.৪৩ শতাংশ ও হলি লাইফ ১০০ শতাংশ ফলাফল করায় অভিভাবকরা সাধুবাদ জানান।

মালিকানাবিহীন বেসরকারি হলি লাইফ স্কুল ১০০ শতাংশ রেজাল্ট করেছে। ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন প্রথম বিভাগ ও একজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। স্টার মার্কস পেয়েছে চারজন ও লেটার এসেছে ৩২টি। উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ মস্তর আলি লস্কর বলেন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রটি কম্পিউটার সায়েন্সের প্র্যাক্টিকাল পরীক্ষায় না বসায় প্রথম বিভাগ পায়নি।

এ দিকে, ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে ১১৯ জনের মধ্যে ১১০ জন উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগে ৩০, দ্বিতীয় বিভাগে ৭৫ ও তৃতীয় বিভাগে ২ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে একটি স্টার মার্ক সহ ১৮টি লেটার এসেছে। স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বড়ভূইয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Author

Spread the News