শিলচর বাইপাসে ১৫ কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে আটক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ১৫ কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। শনিবার রাতে বিশ্বাসযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শিলচর সদর পুলিশের আওতাধীন ঘুংঘুর বাইপাসের কাছে এক বিশেষ অভিযান চালিয়েছে এই সাফল্য পায় পুলিশ। আইজল থেকে আসা এমএন ০৬ এলএ ৮৭৪৩8 নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পাঁচটি প্যাকেট উদ্ধার করে। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় ১৫ কোটি টাকা হবে বলে জানিয়ে পুলিশ।

এ কাণ্ড দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ভেনালেইন রেংকাই ও  সনপাও ফানাই। দু’জনই মণিপুরের চুড়াচাঁদপুরের বাসিন্দা। এ ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত বাহনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদকদ্রব্যের চালানটি মণিপুরের চুরাচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।

শিলচর বাইপাসে ১৫ কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে আটক

Author

Spread the News