একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের কাঁঠাল পয়েন্টে, আহত ৫

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : শিলচর
কাঁঠাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একের পর এক ধাক্কা বেপরোয়া ম্যাজিক ট্রাক চালকের। এতে আহত হয়েছেন ৫ জন। রবিবার দুপুরে শহরের কাঁঠাল রোড পয়েন্ট এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুইজন ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের কাঁঠাল পয়েন্টে, আহত ৫

জানা গেছে, এএস ১১ ইসি ৯৩৬৪ নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে কাঁঠাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময়  ফের একটি অটোর পেছনে ধাক্কা মারে এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে। যারমধ্যে একজন অবস্থা সঙ্কটজনক বলে খবর পাওয়া গেছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবর ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক ম্যাজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের কাঁঠাল পয়েন্টে, আহত ৫

Author

Spread the News