মিজোরামে গভীর খাদে পিকআপ, লক্ষীপুরের এক ব্যক্তি সহ দুইজনের মৃত্যু

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫০ ফুট গভীর খাদে পড়ল পিকআপ গাড়ি। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুইজনের। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার বিকেল সাড়ে চারটার নাগাদ মিজোরামের ভাইরেংটি নতুন এমবিই চেক গেট সংলগ্ন এলাকায়।

বলেরো পিকআপটি শিলচর দিক থেকে কোম্পানিতে কাজ করানোর উদ্দেশ্যে পাঁচ জন শ্রমিক নিয়ে মিজোরামে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। ভাইরেংটি আইওসি এমবিআই গেটের কাছাকাছি জায়গায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনে প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে পাঠায় ভারেংটি হাসপাতালে। অবস্থা সঙ্গীন হওয়ায় কলাসিব অসামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃতদের কাছ থেকে উদ্ধার নথি মতে একজন কাছাড় জেলার লক্ষীপুরের চিরিপার দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা আজমত আলির ছেলে সাদ্দাম হোসেন লস্কর (৩৪)। অপরজন গুলমেই গাইলেনগাম (২৯)। তিনি মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার নম্বল গ্রামের বাসিন্দ।

আহতরা হলেন কাছাড়ের লালপানির বাসিন্দা আব্দুল কালাম (৪২), মণিপুর রাজ্যের জিরিবাম জেলার সোনাপুরের বাসিন্দা রোহিত আলম (২৩), এনাম উদ্দিন বয়স (২০), মোঃ বদর উদ্দিন (২০) মণিপুর রাজ্যের জিরিবাম জেলার আলগাপুরের বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মিজো পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য কলাসিব অসামরিক হাসপাতালে পাঠিয়েছে।
প্রতিবেদক : রাজীব মজুমদার, ধলাই।

Author

Spread the News