মরিগাঁওয়ে দুই কুখ্যাত সাইবার অপরাধী গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাটে দুই কুখ্যাত সাইবার অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই সাইবার অপরাধীর নাম ক্রমে সাহিনুর এবং হাবিবুল্লাহ। পুলিশ সূত্রে জানা গেছে, লাহরিঘাটের সাহিনুর নামের সাইবার অপরাধীর বিরুদ্ধে মৈরাবাড়ি থানায় ১৮/২০২৪ এবং ১৭৮/২০২৪ নম্বরের দুটি মামলা নথিভুক্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। অবশেষে আজ দুপুরে বোয়ালগুড়িতে পুলিশের এক অভিযানে সাহিনুরকে পাকড়াও করতে সক্ষম হন। এক্সিস ব্যাঙ্ক এবং আদিত্য বিরলা থেকে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে।
উল্লেখ্য, সাইবার অপরাধে জড়িত একাংশ যুবকরা পূর্বে দিন হাজিরার কাজ করতেন তবে বর্তমান সাইবার অপরাধে জড়িত হয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। আর সহজ উপায়ে টাকা কামানোর জন্য মরিগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের একাংশ যুবকেরা সাইবারের মত ভয়ংকর অপরাধে জড়িত হয়ে পড়েছেন।


