ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্যকে হৃদয়ের ‘আজীবন সম্মাননা’ প্রদান
হৃদয়ের প্রতিজন সদস্য হৃদয়বান : বিশ্বতোষ চৌধুরী____
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : প্রচারবিমুখ এবং লোভী নয় বলে আজ পর্যন্ত হৃদয় ছেড়ে কেউ যায়নি। আমরা সবাই রাজা এমন মনোভাব নিয়ে কাজ করছে এই হৃদয়। দু’দিন ব্যাপী ২৯তম বার্ষিক শনিপূজার কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানে কথাগুলো বললেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী। শুক্রবার শিলচর কনকপুর রোডের হৃদয় সরণীতে হৃদয়ের সংবর্ধনা ও বিতরণ অনুষ্ঠান ছিল। সংস্থার সভাপতি গুণোজ্যোতি দত্তের পৌরোহিত্য অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক চৌধুরী। তিনি বক্তব্যে হৃদয় সংস্থার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, হৃদয়ের প্রতিজন সদস্য হৃদয়বান বলে সংস্থার জন্ম থেকে অসহায় মানুষের পাশে রয়েছেন। এ দিনের অনুষ্ঠানে অতিথির আসনে ছিলেন কবি-সাংবাদিক অতীন দাশ, স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়, অধ্যক্ষ রতন পাল, ডাঃ বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, ডাঃ সত্যরঞ্জন ভট্টচার্য, ডাঃ মাসুম আহমেদ, ডাঃ শিশির বিশ্বাস, সমাজসেবী কল্যাণকুমার চক্রবর্তী ও প্রাক্তন অধ্যক্ষ দেবাঞ্জন মুখার্জি। প্রত্যেক বক্তাই সংস্থার প্রশংসা করেন।
অনুষ্ঠানে হৃদয় এনজিও-র এ বছরের ‘আজীবন সম্মাননা’ প্রদান করে শহরের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ডাঃ সত্যরঞ্জন ভট্টাচার্যকে। তাঁর হাতে সম্মাননা স্মারক ও শাল তুলে দেন অতিথিরা। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট চারজনকে ‘গুণি সম্মাননা’ প্রদান করা হয়। হৃদয় গুণী চিকিৎসক সম্মাননা প্রদান করা হয় ডাঃ বিজয়লক্ষ্মী দাস চৌধুরীকে, হৃদয় গুণী শিল্পী প্রখ্যাত সানাই বাদক শুক্কুর আলি মজুমদার, হৃদয় গুণী শিক্ষক ২ জন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রতন পাল ও রামানুজ বিদ্যানিকেতনের শিক্ষিকা দেবযানী দেবকে প্রদান করে। তাঁদের হাতে ‘গুণি সম্মাননা’ স্মারক ও শাল তুলে দেন সংস্থার সদস্য সহ অতিথিরা।
এ ছাড়াও ১৫ জন মহিলাকে ‘রক্তদাতা সম্মাননা’ দেওয়া হয়। সংবর্ধনা শেষে ১৫০টি কম্বল দুস্থদের মধ্যে বিতরণ সহ শিলচর তথা পার্শ্ববর্তী অঞ্চলের বাংলা মাধামে পড়াশুনা করা বিভিন্ন স্কুল থেকে ৩০ জনকে সাজেশন, খাতা কলম ইত্যাদি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে শিলচরের তিনটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন পড়ুয়াকে স্কুল ব্যাগ দান করা হয়। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নৃত্য ও গীত পরিবেশন করেন। এ দিনের অনুষ্ঠান সঞ্চলনা করেন বিপ্লব বিশ্বাস।
আগামীকাল শনিবার বার্ষিক শনিপূজা শুরু হবে বিকেল ৫ টা থেকে। সন্ধ্যা ৭ টা থেকে প্রসাদ বিতরণ কর হবে। এবার প্রায় ছয় হাজার মানুষের অন্ন প্রসাদ বিতরণ করা হবে। পুজো শেষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠান করবে শ্রীভূমি জেলার ‘বরাক বাউল ব্যান্ড’। পুজোয় সবাইকে আমন্ত্রণ জানান সাধারণ সম্পাদক কৃষ্ণ কংস বণিক।