আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার

২৭ আগস্ট : অভিযানে চালিয়ে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বিহারের (Bihar) কাটিহারের বরারি থানার পুলিশ (Katihar Police)। ধৃতদের কাছ থেকে একটি রাইফেল, একটি বন্দুক ও ৪০টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার ধৃতদের কাটিহার আদালতে পেশ করা হয়। দু’জনকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

কাটিহারের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানিয়েছেন, বরারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, গঙ্গার চরে (দিয়ারা) অশোক চৌধুরীর টালি বটটা গ্রামের বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। এরপরই এসআইটি গঠন করে তদন্ত শুরু হয়। রবিবার রাতে তল্লাশি চালিয়ে ভুট্টার গুদামে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে। সেই সময় দুষ্কৃতীরা পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়।

আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার
আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার

Author

Spread the News