যোরহাটে বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত, সন্দেহে আরও দুই যুবক আটক

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : তিতাবর আলফা লিঙ্কম্যান সন্দেহে পুলিশি নির্যাতনে দীপঙ্কর গগৈ নামে এক যুবক আত্মহত্যা করা নিয়ে তীব্র প্রতিবাদ চলছে। এরমধ্যেই পুলিশ আরও জোর তল্লাশি চালিয়ে ১৪ ডিসেম্বরে যোরহাটের লিচুবাড়ি সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করেছে।

এ ঘটনায় ব্যবহৃত একটি পালসার বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকটির নাম এএস ০৩ এজি ৯৯৪৫। আটক যুবকদের নাম যথাক্রমে অচ্যুত গগৈ ও বিরাজ কচারি। অচ্যুত গগৈর ঘর তিতাবরের রাঙ্গাজানের ২ নম্বর মরানগাঁওয়ে। তিনি পেশায় একজন গাড়ির হ্যান্ডিম্যান এবং বিরাজ কচারি, তিতাবরের তেল ডিপোর কর্মী।

পুলিশ তিতাবর থেকে বিরাজ কচারি এবং অচ্যুত গগৈকে একটি ট্রাকে ডিব্রুগড় থেকে যোরহাট যাওয়ার সময় মরামরের খটখটি থেকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর গগৈয়ের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

Author

Spread the News