কাঁঠালতলি কাণ্ড : আরও দুই অভিযুক্তের ঠাঁই জেল হাজতে

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : মোটর চালকদের ডাকা চাকা বনধ চলাকালীন কর্তব্যরত পুলিশের উপর হামলার অপরাধে দফায় দফায়  বাজারিছড়া পুলিশি অভিযানে আটক করা হয় আরও দুই জনকে। এনিয়ে এ কাণ্ডে জড়িত থাকা মোট সাত জনকে আটক করতে সক্ষম হয়েছেন পুলিশ। অবশেষে অভিযুক্তের ঠাঁই হল করিমগঞ্জের জেল হাজতে। তারা হলেন এনাম উদ্দিন বাড়ি বাজারিছড়া থানা অধীন মারুগাওয়ে ও জামিল আহমেদ বাড়ি একই থানা অধীন কুর্তি গ্রামে। এমর্মে বাজারিছড়া থানার ওসি এন জে নাথ জানান মঙ্গলবার কাঁকভুরে এক অভিযান চালিয়ে এদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে মেডিক্যাল চেক আপ শেষে ধৃত দুজনকে পুলিশ করিমগঞ্জ সিজিএম কোর্ট সপর্দ করে এতে এদিনই আদালতের নির্দেশে ধৃতদের ঠাঁই হয় জেল হাজতে।

উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারি কাণ্ডের জড়িত থাকা আরও পাঁচ ব্যক্তিকে পুলিশ আটকরে ছিল। বর্তমানে তারা জেলা কারাগারে বিচারাধীন রয়েছে। এরা হলেন নিয়াজ উদ্দিন (৩১), বাড়ি মাডুগাঁও। আব্দুল মান্নান (৩৫), বাড়ি কুর্তি। নূরুল আমিন (৩৪), বাড়ি বাঘন। তালহা সাব্বির (৩০), বাড়ি বাঘন ও মঈন উদ্দিন (৬০), নুরুজ আলি বাড়ি বাঘন গ্রামে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News