লঙ্গরশাহ বাবার মোকামের বার্ষিক উরুস ২৩ ফেব্রুয়ারি
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষীপুর বিধানসভার অন্তর্ভুক্ত ফুলেরতলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গরশাহ বাবার মোকামের বার্ষিক উরুশ মোবারকের আয়োজন করা হয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি। এ দিন সকাল ৯টা থেকে রাত ১০টা অবধি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য পালিত হবে। এতে সকাল থেকে কিরাতে, গজল ও কোরানপাঠ, প্রতিযোগিতামূলক পাঠ অনুষ্ঠান, দুপুর ১২টা থেকে ওয়াজ মহফিল, ১টা ৩০ মিনিটে ওয়াজ, মিলাদ মহফিল ও দোয়া এবং বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে শিরনি বিতরণ করা হবে।
ওয়াজ মহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবির হুসেন চৌধুরী ও ডুংরিপারের জুবাইর আহমেদ খান। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান মোকাম ও মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি জাকির হুসেন, কবির হুসেন, সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক আলতাব হুসেন, মুস্তাক মোহাম্মদ তালুকদার প্রমুখ।

