ঘরের মধ্যে পড়ে রয়েছে তিনজনের দেহ, তীব্র উত্তেজনা

ঘরের মধ্যে পড়ে রয়েছে তিনজনের দেহ, তীব্র উত্তেজনা

২১ ফেব্রুয়ারি : প্রতিবেশী সকালে গিয়েছিলেন ডাকতে। গিয়ে দেখেন দরজা খোলা। ঘরের মধ্যে পড়ে রয়েছে তিনজনের দেহ। একই পরিবারের মা, মেয়ে, ছেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বীরভূমের মহম্মদবাজার থানার গণপুর পঞ্চায়েতের ম্যানেজার পাড়ার ঘটনা।  একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদের নাম লক্ষী মার্ডি(২৫), রুপালি মার্ডি (১০),অভিজিৎ মার্ডি (৫)। মা এবং তাঁর ছেলে, মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত লক্ষী মার্ডির স্বামী লালু মার্ডি দুর্গাপুরে কাজ করেন। তবে কী কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। শুক্রবার প্রতিবেশীরা দেখেন খাটের উপর পড়ে লক্ষ্মী ও রূপালির কম্বল জড়ানো দেহ। খাটের নীচে অভিজিতের দেহ। তিনজনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন।

পুলিশ দেহ উদ্ধারের জন্য এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। স্থানীয়দের অভিযোগ, তিনজনকে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় দেহ উদ্ধার করতে দেওয়া হবে না। বাদানুবাদে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকার মানুষ দাবি করেন পুলিশ কুকুর এনে তদন্ত করতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন  করা হয়েছে মহম্মদবাজার থানার বিশাল পুলিশ বাহিনী।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মাথায় আঘাতের কারণে মৃত্য হয়েছে। ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন বলেই মনে করছে পুলিশ, সূত্রের খবর তেমনটাই। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে মহিলার স্বামীকে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News