আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় বদরপুর আজমল সুপারের দুই কৃতী পড়ুয়ার

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে স্বর্ণজয়, বদরপুর আজমল সুপার ৪০-র গৌরবময় সাফল্য। বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন পরিচালিত আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে অসাধারণ কৃতিত্ব স্বর্ণপদক অর্জন করল বদরপুর আজমল সুপার ৪০ শাখার দুই কৃতী শিক্ষার্থী ফারহান সাদিক চৌধুরী ও আজরা ফাতিমা চৌধুরী। শিক্ষার জগতে একের পর এক সাফল্যের নজির স্থাপন করে চলেছে আজমল ফাউন্ডেশন।  বিজ্ঞান অলিম্পিয়াড ফাউন্ডেশন (SOF) পরিচালিত আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে অসাধারণ কৃতিত্বের সঙ্গে স্বর্ণপদক অর্জন করেছে বদরপুর আজমল সুপার ৪০ শাখার দুই মেধাবী ছাত্রছাত্রী। এই গর্বের সাফল্য অর্জন করেছে নবম শ্রেণীর কৃতী শিক্ষার্থী ফারহান সাদিক চৌধুরী, যিনি ৯৩.৬ নম্বর পেয়ে স্বর্ণপদক লাভ করেছে এবং দশম শ্রেণীর মেধাবী ছাত্রী আজরা ফাতিমা চৌধুরী, যিনি ৭৭.০৮ নম্বর অর্জন করে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছে। সাদিক ও আজরার এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বদরপুর আজমল সুপার ৪০ এবং সমগ্র আজমল পরিবারের জন্য এক বিরাট গৌরবের মুহূর্ত।

সাদিক ও আজরার এই সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ড. খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজার ড। এমআরএইচ আজাদ, আজমল সুপার ৪০-এর প্রজেক্ট হেড আব্দুল কাদির সহ বদরপুর আজমল সুপার ৪০ শাখার সকল শিক্ষক-শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *