সোনাবাড়িঘাট জিপির দু’টি গ্রুপ সাতকরাকান্দিতে, প্রস্তাবের তীব্র প্রতিবাদ
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ডিলেমিটেশন নিয়ে সোনাইয়ের বিভিন্ন জিপিতে ক্ষোভ পরিলক্ষিত হয়। অযৌক্তিকভাবে জিপি গুলির গ্রুপ কেটে অন্য জিপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভে ফুঁসছেন জনগণ। অনুরূপভাবে সোনাবাড়িঘাট জিপি দু’টি গ্রুপ অযৌক্তিক ভাবে সাতকরাকান্দি জিপিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে সরব হলেন দুই গ্রুপের নাগরিকরা। জিপির নয় ও দশ নম্বর গ্রুপ দক্ষিণ সৈদপুর জিপির সীমান্তে রয়েছে। আর এই দু’টি গ্রুপ কেটে সোনাই শহর সংলগ্ন সাতকরাকান্দি জিপিতে অন্তর্ভুক্তি করার জন্য প্রস্তাব করা হয়। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান দুই গ্রুপের জনগণ।
বৃহস্পতিবার বসির উদ্দিন লস্কর, শান্তিকুমার সিংহ, সাহাব উদ্দিন লস্কর, নুরুল আলম লস্কর, ফুরকান আলি চৌধুরী, আলি হায়দর চৌধুরী, এসাম উদ্দিন, জিলানি লস্কর, সাহারুল ইসলাম বড়ভূইয়ারা বলেন, সাতকরাকান্দি জিপির সঙ্গে তাঁদের দু্’টি গ্রুপের কোন ভৌগোলিক মিল নেই। সাতকরাকান্দি জিপি একদিকে আর তাদের গ্রুপ অন্যদিকে। সুতরাং এই প্রস্তাবটি অযৌক্তিক বলে মনে করেন তাঁরা। কোন কাজে জিপি কার্যালয়ে যেতে হলে প্রায় দুই টাকা খরচ হবে। তাই এই প্রস্তাবটি কোনও ভাবে যেন গৃহীত না হয় সে দাবি জানান।
সোনাবাড়িঘাট জিপির ধনেহরি তৃতীয় খণ্ডের ৯ ও ১০ নম্বর গ্রুপ দক্ষিণ সৈদপুর জিপি ঘেঁষা। যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে ওই জিপিতে করা প্রয়োজন। সেটা একটি মনগড়া প্রস্তাব। তাঁরা কোনভাবে মেনে নেওয়া যায় না বলে অনেকই ক্ষোভ ব্যক্ত করেন।