আদিবাসী মহিলাকে যৌন নিগ্রহ জ্বলছে তেলেঙ্গনার আসিফাবাদ, কার্ফু জারি
৫ সেপ্টেম্বর : এক আদিবাসী মহিলাকে যৌন নিগ্রহ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তপ্ত তেলেঙ্গনা (Telangana)। বুধবার আসিফাবাদ (Asifabad) জেলায় দফায় দফায় সংঘর্ষ হয় দুই গোষ্ঠীর মধ্যে। পুড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে শুরু করে দোকানপাট। অবশেষে বিক্ষোভ এবং হিংসা ঠেকাতে ওই এলাকায় জারি করা হয়েছে কার্ফিউ (Curfew)। তা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এর মধ্যেই ঘটে চলেছে মারধর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা।
জানা গিয়েছে, গত ৩১ অগাস্ট আসিফাবাদের জইনুর এলাকায় এক অটোচালক ওই আদিবাসী মহিলাকে (Tribal woman) যৌন নিগ্রহ করেন। ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। নিজেকে বাঁচানোর জন্য ওই মহিলা বাধা দিলে তাঁকে খুনের চেষ্টাও করা হয়। এরপরই রাস্তায় অচৈতন্য অবস্থায় মহিলাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়দের চোখে পড়তেই তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
িঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা। জইনুর এলাকার পাশপাশি প্রত্যন্ত পাহাড়ি আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতেও বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিযুক্ত অটোচালক একটি বিশেষ জনগোষ্ঠীর বলে তাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে তেলঙ্গানা সরকার। এই পরিস্থিতিতে বুধবার বনধের ডাক দেয় একটি আদিবাসী সংগঠন। সেই বনধ ঘিরে নতুন করে হিংসা ছড়ায় এলাকায়। অভিযুক্ত অটোচালকের জনগোষ্ঠীর লোকেরা পালটা হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। গুজব ঠেকাতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।