সোনাবাড়িঘাট জিপির দু’টি গ্রুপ রহস্যজনকভাবে কর্তনে ক্ষোভ প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধির

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : পঞ্চয়েতরাজের ডিলিমিটেশন  প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকায় সোনাবাড়িঘাট জিপির ধনেহরি  তৃতীয় খণ্ডের দু’টি গ্রুপ রহস্যজনক ভাবে সাতকরাকান্দি জিপির সঙ্গে জুড়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া। বুধবার সংবাদ মাধ্যমের কাছে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, ভোটার তালিকা মতে সোনাবাড়িঘাট জিপিতে ১০টি গ্রুপের ভোটারের সংখ্যা ৮০০৪ জন।  নয়া খসড়া তালিকা মতে ধনেহরি তৃতীয় খণ্ডের ৯ নং  ও ১০ নং বাদ দিয়ে জন সংখ্যা কমে দাড়িয়েছে ৬৬৬৯জন। রায়পাড়া, মণিপুরিবস্তী ও বড়নালপার দু’টি ওয়ার্ডকে দুই কিলোমিটার সাতকরাকান্দি জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তিনি জানান মুসলিম হিন্দু, মণিপুরি ভাষাভাষি ভোটার নিয়ে গঠিত হয়ে ছিল অখণ্ড সোনাবাড়িঘাট জিপি।প্রত্যেক ধর্ম জাতি ভাষাভাষি  জনপ্রতিনিধিত্ব ছিল।

তিনি এও বলেন, রাজ্য সরকারের এসওপি মতে, সি শাখায় নুন্যতম ভোটার ৯ হাজার হওয়ার কথা ছিল। কিন্ত রহস্যজনক ভাবে সোনাবাড়িঘাট জিপিতে ভোটারের সংখ্যা বাড়ানোর পরিবর্তে কমানো হল কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন। জানান হিয়ারিং প্রক্রিয়ায় এর  আপত্তি তুলবেন। অন্যতায় আদালতে দ্বারস্ত হওয়ার হুমকি দিয়েছেন তিনি।

সোনাবাড়িঘাট জিপির দু'টি গ্রুপ রহস্যজনকভাবে কর্তনে ক্ষোভ প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধির
সোনাবাড়িঘাট জিপির দু'টি গ্রুপ রহস্যজনকভাবে কর্তনে ক্ষোভ প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধির

Author

Spread the News