বালাকান্দি চা বাগানে বিনামূল্যে চক্ষু শিবির
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : বালাকান্দি চা বাগানে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে যৌথভাবে হিন্দু জাগরণ উত্তর হাইলাকান্দি জেলা ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেবা বিভাগ। সহোযোগিতায় ছিল লায়েন্স ক্লাব অফ হাইলাকান্দি সেঞ্চুরিয়ান ও এনপিসিবি আসাম। বুধবার শিবিরে ১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০ জন রোগীর কেটারেক্ট ধরা পরে। আগামী দিনে এই ২০জন রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে।
এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ মণীষ রায়, ডাঃ প্রদীপ রায়, আরএসএস এর জেলা সংঘ চালক লালমোহন নাথ, জেলা কার্যবাহ অনুপম দাস, হিন্দু জাগরণের জেলা সংযোজক শান্তনু দেব, প্রাক্তন জেলা সংযোজক সুদীপ দেবরায়, প্রান্তের উত্তম মালাকার, নান্টু দে, রাজীব দত্তচৌধুরী, লায়েন্স ক্লাবের সভাপতি অভিষেক সোম এবং অন্যান্য সদস্যগণ।