ধুবড়ির চরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মৃত্যু ১
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : ধুবড়ি জেলার পোকালাগী চরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে সামান্য কথা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমান্বয়ে বিবাদ চরমে উঠে। হাতে হাতে লাঠি, দা নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারপিট।
তুমুল সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে ব্যর্থ হলে শূন্যে গুলি চালিয়ে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিহত হন সুজাব আলি নামে এক ব্যক্তি। পুলিশ আহতদের ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দোষীদের সন্ধানে পুলিশ অভিযানে নেমেছে।

