আসাম বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের দু’টি বোলিং মেশিন উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : ক্রিকেট খেলার উন্নতিতে আরও একধাপ এগোল আসাম বিশ্ববিদ্যালয়।  বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের তরফে বসানো হল ক্রিকেটের অত্যাধুনিক দু’টি বোলিং মেশিন। যা উপত্যকার ক্রীড়ার উন্নয়নের ইতিহাসে এক বড় সংস্করণ। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থের উপস্থিতিতে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র উপাচার্য তথা আ্যসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটির সভাপতি অধ্যাপক জিডি শর্মা। এনিয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। বোলিং মেশিন উদ্ধোধন বিষয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপক এম তিনেশ্বরী দেবী।

এদিকে, এক বিবৃতিতে এখবর জানিয়ে বিশ্ববিদ্যালয়ে‌ দুটি বোলিং মেশিন বসানো হওয়াতে বোর্ড সদস্য তথা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট কোচ নিরঞ্জন দাস বলেন, ক্রিকেট প্রশক্ষণে উপত্যকার জন্য এটা এক সুখবর। অনুষ্ঠানের সব শেষে ধন্যবাদসুচক বক্তব্য রাখেন বোর্ড সদস্য ড০ তপোধীর আচার্য।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News