পুলিশের বর্জ বাহনের ধাক্কায় চেরাগীতে গুরুতর জখম দুই বাইক আরোহী
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : পুলিশের বিশেষ বাহন ‘বর্জ’ এর ধাক্বায় গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পাথারকান্দি থানা অধীন বারইগ্রামের চেরাগীতে। জানা গেছে, এদিন সকাল এগারোটা নাগাদ বিশেষ কাজে বাইক নিয়ে রাতাবাড়ির নিভিয়া এলাকার দুই যুবক যথাক্রমে সামেদ উদ্দিন ও আলফাজ উদ্দিন চেরাগী বাজার পেরিয়ে ৮ নং জাতিয় সড়কের পাশে বাইক রেখে অন্য একজনের অপেক্ষা করছিলেন। ঠিক তখনই পাথারকান্দি পুলিশের একটি বর্জ বাহন করিমগঞ্জ যাবার পথে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা বাইক সহ দুই যুবককে অর্তকিতে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় বাইকটিও।
স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠান। দুর্ঘটনায় দুই বাইক আরোহীর পা ভেঙ্গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শেষে খবর পেয়ে বারইগ্রাম পুলিশের ইনচার্জ চিরঞ্জিৎকুমার বরা দলবল নিয়ে অকুস্থলে পৌছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি নিজের জিম্মায় নেন। এ কাণ্ডে এলাকার অনেকে পুলিশের বর্জ বাহন চালকের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।